ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ ৯ সংস্থা ও ১৫ ব্যক্তির সম্পদ জব্দের ঘোষণা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
রুশ ৯ সংস্থা ও ১৫ ব্যক্তির সম্পদ জব্দের ঘোষণা জাপানের ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ জন্য রাশিয়ার ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ।

সম্প্রতি ইউক্রেন সংকটের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো জাপান। এর আওতায় রাশিয়ার ১৫ ব্যক্তি ও নয় সংস্থার সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে দেশটি।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কস্তিউকোভ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। একই সঙ্গে দেশটি রুশ অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান রসোবোরনএক্সপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে।

এর আগেও রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। নতুন এই নিষেধাজ্ঞাসহ জাপান এখন পর্যন্ত রাশিয়ার ৭৬ ব্যক্তি, সাত ব্যাংক ও অন্যান্য সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে শুক্রবার ২৩ তম দিনে গড়িয়েছে অভিযান। রাশিয়ান বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।