ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
বিশ্বে করোনায় আক্রান্ত ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়াল প্রতীকী ছবি

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (২০ মার্চ) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৩০৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জন। আর সুস্থ হয়েছেন ৪০ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৪১ জন।

সেখানে আরও বলা হয়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৪ লাখ ৪ হাজার ১৩৫ জন। আর মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৮৪৫ জন।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet