ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে: যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে: যুক্তরাষ্ট্র

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে- হলোকস্টের বাইরে সাতটি গণহত্যা সংঘটিত হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে এবং মানবতাবিরোধী অপরাধ করেছে।

আমি মনে করি, এটি অষ্টম গণহত্যা।

স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) ওয়াশিংটনের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করেন অ্যান্টনি জে. ব্লিঙ্কেন।

পরিদর্শন শেষেই রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতাকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা দেন তিনি। ।

এদিকে ঢাকার মার্কিন দূতাবাস মঙ্গলবার (২২ মার্চ) এক বার্তায় উল্লেখ করে, যখন রোহিঙ্গারা মিয়ানমারে জাতিগত নিধন ও গণহত্যার কবল থেকে বাঁচতে পালিয়ে এসেছিলো, তখন বাংলাদেশ দ্রুত ও উদারভাবে ৭ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা গণহত্যার ফলে বাংলাদেশের সরকার, জনগণ ও আশ্রয়দানকারী জনপদের জন্য এ বিশাল চ্যালেঞ্জের বিষয়টিকে অনুধাবন করে। এ সংকটে মানবিক সহায়তা প্রদানে প্রধান দাতাদেশ যুক্তরাষ্ট্র এবং আমরা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও টেকসই সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।