ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবার বন্দি বিনিময়ে ইউক্রেন-রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
প্রথমবার বন্দি বিনিময়ে ইউক্রেন-রাশিয়া 

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ২৬ দিন চলে গেছে। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ২৭ দিনের মতো যুদ্ধ করছে ইউক্রেনের সেনারা।

এই যুদ্ধের মধ্যেই প্রথমবার বন্দি বিনিময় করেছে দেশ দুটি।

মঙ্গলবার (২২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা বলেছেন, রাশিয়া ও ইউক্রেন প্রথমবার যুদ্ধ বন্দিদের বিনিময় করেছে। ৯ জন রুশ সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।  

তাতিয়ানা মোসকালকোভা বলেন, ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী। মেয়রের বিনিময় রুশ ৯ সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। রুশ হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।