ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাঠের গুদামে আগুন লেগে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
কাঠের গুদামে আগুন লেগে নিহত ১১ প্রতীকী ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় কাঠের গুদামে আগুন লেগে মারা গেছেন ১১ জন শ্রমিক।

বুধবার (২৩ মার্চ) ভোররাতে সেকেন্দ্রাবাদের ভইগুড়া এলাকায় ওই কাঠের গুদামে আগুন লাগে।

তখন সেখানে ১২ জন কর্মী ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর একজন কর্মী দোতলা থেকে ঝাঁপ দেন। এতে তিনি বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা গেছেন বাকিরা।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর অন্যরাও গুদাম থেকে বাইরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু ধোঁয়ার ফলে অজ্ঞান হয়ে যান। এরপর আর তারা বেরোতে পারেননি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে গুদামে আগুন লেগেছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুদামের ভেতর আর কেউ আটকে রয়েছেন কি-না, তা জানার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তারা দেশটির আরেক রাজ্য বিহার থেকে কাজের জন্য সেখানে অবস্থান করছিলেন।

এদিকে এ ঘটনায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। সরকারি ব্যবস্থাপনায় তাদের মৃতদেহ বিহারে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এনএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।