ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের চলমান সংঘাতের জন্য ‘যুক্তরাষ্ট্র দায়ী’! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
বিশ্বের চলমান সংঘাতের জন্য ‘যুক্তরাষ্ট্র দায়ী’! 

মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের চলমান সংঘাত ও সংকটের জন্য প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র দায়ী বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুশ।  

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে এক অনুষ্ঠান দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খবর পার্স টুডে।  

শেখ আলী দামুশ বলেন, ‘মধ্যপ্রাচ্যের করুন ঘটনাবলী ও অস্থিতিশীলতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ৮০ বছর ধরে যুক্তরাষ্ট্র সংঘাত সৃষ্টি করেছে, যুদ্ধ করছে এবং সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে’।  

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের জন্যও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন হিজবুল্লাহর এই নেতা। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ভূ-রাজনৈতিক সংঘাত উসকে দিয়েছে এবং ইউক্রেন সরকারকে এর মধ্যে ঠেলে দিয়েছে। ফলে ওয়াশিংটনই ইউক্রেন সংকট সৃষ্টি ও সারা বিশ্বের ওপর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী।

লেবাননের ওপর নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, এর ফলে লেবাননের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।