ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনের যে বক্তব্য নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
বাইডেনের যে বক্তব্য নিয়ে তোলপাড়

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ইউক্রেনে জয় পাবেন না এবং ক্ষমতায় থাকার যোগ্য নন’, পোল্যান্ড সফরে গিয়ে এমন মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে মস্কোতে।

রুশ সংসদ সদস্যরা (এমপি) ক্ষোভ প্রকাশ করে বলছেন, এমন বক্তব্য কূটনৈতিক আচরণের পরিপন্থি।

এর আগে শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপক নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বক্তব্যে পুতিনকে ‘কসাই’, ‘যুদ্ধাপরাধী’, ও ‘খুনি’ বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘একজন একনায়ক, যিনি সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় নেমেছেন, কখনো স্বাধীনতার জন্য মানুষের ভালোবাসাকে মুছে দিতে পারবেন না’।  

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনে কখনো রাশিয়া জয়লাভ করতে পারবে না।  

বাইডেন বলেন, ‘ঈশ্বরের দোহাই লাগে, এই মানুষটি (ভ্লাদিমির পুতিন) আর ক্ষমতায় থাকার যোগ্য নন’।

পুতিনের এসব বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে মস্কো। রাশিয়ার সংসদের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান সেনেটর কনস্টান্টিন কোসাচেভ বাইডেনের বক্তব্যকে অপরাধের চেয়েও জঘন্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আগে মার্কিন প্রেসিডেন্টদের কথায় ওজন ছিল, এখন আর তা নেই’।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত বলে উল্লেখ করেছেন রুশ সংসদ নেতা ভিয়াচেশ্লাভ ভলোদিন। তিনি বলেন, ‘বাইডেন দুর্বল, অসুস্থ ও অসুখী। মার্কিন জনগণের তাদের প্রেসিডেন্টের কাজে লজ্জিত হওয়া উচিত। তিনি সম্ভবত অসুস্থ। তার শারীরিক পরীক্ষা প্রয়োজন’।

তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, রাশিয়ায় ক্ষমতার পরিবর্তন বা পুতিনকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাইডেন বক্তব্য দেননি। একজন মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্টের বক্তব্যের উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশ বা অঞ্চলে পুতিনের এভাবে ক্ষমতার ব্যবহার মেনে নেওয়া যায় না’।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার (২৭ মার্চ) ইসরায়েলে বলেন, ‘রাশিয়া বা অন্য কোথাও ক্ষমতার পরিবর্তন ঘটানো আমাদের কৌশল নয়’।

মস্কো কিছুদিন আগে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক একেবারে ভঙ্গুর পর্যায়ে।

পুতিনকে ‘কসাই’ ও ক্ষমতাচ্যুত করা নিয়ে বাইডেনের বক্তব্যকে খারিজ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং রাশিয়ার সৈন্যদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পর্যায়ের আলোচনার পথ খোলা প্রয়োজন, বন্ধ করা নয়।

সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।