ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনায় আক্রান্ত হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাতের পরই তার করোনা আক্রান্তের খবর সামনে আসে।
সোমবার (২৮ মার্চ) নাফতালি কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
এর আগে, রোববার (২৭ মার্চ) জেরুজালেমে ব্লিনকেনের সঙ্গে সাক্ষাত করেন বেনেট।
তার কার্যালয় জানিয়েছে, বেনেট করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন ভালো বোধ করছেন। বাড়িতে আইসোলেশনে থেকেই অফিসের কাজ করবেন তিনি। বেনেট করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন এবং ইতোমধ্যেই টিকার একটি বুস্টার ডোজও নিয়েছেন।
ইসরায়েলের উত্তরাঞ্চলের হাদেরা শহরে রোববার বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর ওই এলাকা পরিদর্শন করেন বেনেট। সেখানে ভ্রমণের সময় তাকে মুখে মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তার মুখে মাস্ক ছিল না।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
জেডএ