ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন পুতিনের দুই মেয়েও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন পুতিনের দুই মেয়েও

বুচায় রাশিয়া যুদ্ধাপরাধ করেছে ইউক্রেনের পক্ষ থেকে এমন অভিযোগের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। খবর বিবিসি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন রাশিয়ায় নতুন বিনিয়োগে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র এবং ক্রেমলিন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গসহ রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে ওয়াশিংটন নতুন করে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তার আওতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে ছাড়াও দেশটির সবচেয়ে বড় ব্যাংকও অন্তর্ভুক্ত হবে।

ওদিকে ইইউ পঞ্চম দফার নিষেধাজ্ঞায় রাশিয়া থেকে কয়লা আমদানিকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে গত জানুয়ারিতেই ইউরোপীয় কমিশন এ ধরনের একটি নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল। সে সময় জার্মানির বিরোধিতার কারণে সেটি পাস হয়নি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিই রাশিয়ার জ্বালানির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল।

তবে জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার কয়লা আমদানিতে ইইউ’র ধারাবাহিক নিষেধাজ্ঞায় এবার সমর্থন দেবে তারা।

মূলত ইউরোপের বন্দরগুলো ব্যবহার করে রাশিয়ান মালিকানাধীন জাহাজ পরিচালনা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।