ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি চুক্তি বিষয়ে গণভোটের কথা ভাবছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
শান্তি চুক্তি বিষয়ে গণভোটের কথা ভাবছে ইসরায়েল

জেরুজালেম: ফিলিস্তিনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি করার বিষয়ে জনমত যাচাইয়ে গণভোট আয়োজনের কথা ভাবছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দক্ষিরাঞ্চলে সফরকালে তিনি এ কথা বলেন।



মঙ্গলবার সিনহুয়া সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে প্রধানমন্ত্রীর উদৃতি দিয়ে একথা জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, আমি যেকোনো বিষয়ে চুক্তি করতে যাই, তাতে জনগণের মতামত জানার প্রয়োজন রয়েছে। তা করার বিভিন্ন পথও রয়েছে। ’

প্রধানমন্ত্রী ফিলিস্তিনের হামাস ও অন্যান্য সংগঠনকে ইসরায়েলের ভুখন্ডে কোনো ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে সতর্ক করে দেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।