ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন বিশ্বাস স্থাপনে আগ্রহী ন্যাটো ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
নতুন বিশ্বাস স্থাপনে আগ্রহী ন্যাটো ও রাশিয়া

নিউ ইয়র্ক: পরস্পরের সঙ্গে নতুন করে বিশ্বাস স্থাপনের উপায় খুঁজছে ন্যাটো ও রাশিয়া। সাধারণ হুমকি ও দীর্ঘস্থায়ী মতানৈক্য সত্ত্বেও জাতিসংঘ সাধারণ সভার পাশাপাশি বুধবার বৈঠকে বসতে যাচ্ছে ন্যাটো ও রাশিয়া।



ন্যাটো-রাশিয়া পরিষদের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের এ বৈঠকের মধ্য দিয়ে রাশিয়া ২০ নভেম্বর লিসবনে প্রধান নেতাদের নিয়ে অনুষ্ঠেয় সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করবে বলে ২৮ জাতির জোট আশা করছে।

নিউ ইয়র্কের এ বৈঠককে লিসবন সম্মেলনের সূচনা বলে বিবেচনা করা হচ্ছে। এ বৈঠকে আফগানিস্তান বিষয়ে ন্যাটো-রাশিয়া সহযোগিতার সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বৈঠকের মধ্যে দিয়ে পশ্চিমা বিশ্ব ও মস্কোর মধ্যে যোগাযোগের নতুন পথ তৈরি হবে বলে ন্যাটোর মার্কিন রাষ্ট্রদূত আইভো ডালডের মঙ্গলবার সাংবাদিকদের জানান।    

এদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে ন্যাটো মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন ঘোষিত সম্মেলনের আমন্ত্রণ বিবেচনা করে দেখবে বলে ন্যাটোর রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি রোগোজিন জানান।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতার জন্য রাশিয়াকে লিসবন সম্মেলনে আহ্বান করা উচিত বলে গত সপ্তাহে ন্যাটো মহাসচিব জানান।
এদিকে রাশিয়া পরিকল্পনায় একটি সামগ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির বিষয়টি সংযুক্ত করবে বলেও রাসমুসেন দাবি করেন।

তবে ইরানের কাছ থেকে হুমকির সম্ভবনার কারণে গত বছর এ পরিকল্পনা বাতিল করে দেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

২০০৮ সালের এপ্রিলে বুখারেস্টে ন্যাটো ও রাশিয়া শেষবার রাষ্ট্রের প্রধান ও সরকার পর্যায়ের বৈঠক করে।     

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।