ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিল গেটস: টানা ১৭ বার যুক্তরাষ্ট্রের সেরা ধনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
বিল গেটস: টানা ১৭ বার যুক্তরাষ্ট্রের সেরা ধনী

ওয়াশিংটন: টানা ১৭ বারের মতো যুক্তরাষ্ট্রের সেরা ধনী নির্বাচিত হয়েছেন বিল গেটস। ফোর্বস সাময়িকীতে যুক্তরাষ্ট্রের ৪০০ ধনী ব্যক্তিত্বের সম্পদের পরিমাণ উল্লেখ করে এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে গেটস রয়েছেন সবার শীর্ষে।

এক সময়ের বিশ্বের সেরা ধনী বিল গেটস তাঁর জনহৈতিষীমূলক কাজের জন্য বেশ পরিচিত। তিনি বিখ্যাত প্রতিষ্ঠান মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা। গেটস এখন বিশ্বের দ্বিতীয় সেরা ধনী।

ফোর্বস সাময়িকীতে তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫,৪০০ কোটি মার্কিন ডলার। বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট রয়েছেন দ্বিতীয় অবস্থানে। তাঁর সম্পদের পরিমাণ ৪,৫০০ কোর্টি মার্কিন ডলার।

সফটওয়্যার শিল্পের আরেক পুরোধা ল্যারি এলিসন রয়েছেন তৃতীয় অবস্থানে। বাণিজ্যিক প্রতিষ্ঠান ওয়ালমার্ট-এর মালিক ক্রিস্টি ওয়াল্টন রয়েছেন চতুর্থ অবস্থানে।

এরপর যথাক্রমে রয়েছেন চার্লস কোচ, ডেভিড কোচ, জিম ওয়াল্টন, অ্যালিস ওয়াল্টন, এস. রবিনসন ওয়াল্টন, মাইকেল ব্লুমবার্গ।

যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার তারাই কেবল তালিকায় স্থান পেয়েছেন। উল্লেখ্য, বিশ্বের সেরা ধনী হলেন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।