ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে হাসপাতালে আগুনের ঘটনায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
মধ্যপ্রদেশে হাসপাতালে আগুনের ঘটনায় ৮ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে একটি বেসরকারি হাসপাতালে আগুনের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার (১ আগস্ট) দুপুরে রাজ্যের জব্বলপুরে নিউ লাইফ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে আগুনের ঘটনাটি ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি মধ্যপ্রদেশে হাসপাতালে আগুনের ঘটনায় ৫ রোগী, তিন কর্মচারী নিহত শিরোনামে একটি প্রতিবেদনে এ তথ্য জানায়।

জবলপুরের চিফ সুপারিন্টেনডেন্ট অব পুলিশ অখিলেশ গৌর বলেন, আগুনের ঘটনাটি ছিল ভয়াবহ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আমরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়েছি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগুনের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, ১ আগস্ট, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।