ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ নাগরিক নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ নাগরিক নিহত 

ক্রোয়েশিয়ায় পোলিশ পর্যটকবাহী একটি বাস উল্টে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবারের ( ৬ আগস্ট) এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।

ক্রোয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলেছেন, বাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্রোয়েশিয়া পুলিশ বলছে, বাসটি জাগরেবের উত্তর-পূর্বাঞ্চলের জারেক বিসাস্কি এবং পোডভোরেকগামী এ-৪ সড়ক থেকে ছিটকে পড়ায় হতাহতের ওই ঘটনা ঘটে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, যাত্রীদের সবাই প্রাপ্তবয়স্ক এবং পোল্যান্ডের নাগরিক। বসনিয়ার ক্যাথলিক গির্জা মেদজুগোর্জে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যাভর বোজিনোভিচ বলেছেন, বাস দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১১ জন নিহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।