ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত বেড়ে ৩১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত বেড়ে ৩১ 

ফিলিস্তিনের  গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে ৬টি শিশু।

এছাড়া আহত হয়েছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি।  

ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে টানা তিন দিন ধরে চলা বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

গত শুক্রবার থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৬৫ জন।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ৯৭ শতাংশ গাজা থেকে ছোড়া রকেট ভূপাতিত করেছে।  

চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ইসলামিক জিহাদ গ্রুপের এক নেতাকে গ্রেপ্তার করা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর থেকেই হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল।  এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার আশেপাশের সড়কগুলো বন্ধ করে সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।