ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সঙ্গী নির্বাচনে সুন্দর মুখ চায় অধিকাংশ পুরুষ: সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
সঙ্গী নির্বাচনে সুন্দর মুখ চায় অধিকাংশ পুরুষ: সমীক্ষা

টেক্সাস: দীর্ঘ সময়ের নারীসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ পুরুষ একটি সুন্দর মুখের সন্ধান করে। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তাসংস্থা ইউপিআই এ সম্পর্কিত একটি সমীক্ষা প্রকাশ করেছে।



টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড বুস, মনোবিজ্ঞানের স্নাতকের শিক্ষার্থী জেইমে কনফার ও ক্যারিন পেরিলাক্স এ গবেষণাটি পরিচালনা করেন।

সমীক্ষায় বলা হয়েছে, একজন নারীর মুখমণ্ডল দেখে পুরুষ তার ভবিষ্যৎ প্রজন্ম বিষয়ে চিন্তা করে।

একটি গবেষণা দলের পে বলা হয়, ‘একজন পুরুষ যখন দীর্ঘ মেয়াদী সম্পর্ক স্থাপন করতে চায় তখন নারীর মুখাবয়ব তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এ গবেষণার মধ্য দিয়ে মানুষের পছন্দের বিষয়টি পরিষ্কার হবে। ’

৩৭৫ জন কলেজ শিক্ষার্থীর মধ্যে সমীক্ষাটি পরিচালিত হয়। তাদের সবাইকে একজন ব্যক্তির মুখ ও শরীর দেখার সুযোগ দেওয়া হয়। সবাইকে মুখ ও শরীরের যে কোনো একটি দেখার সুযোগ রাখা হয়।

বিবর্তন ও মানব আচরণ নামের একটি জার্নালে সমীক্ষাটি প্রকাশিত হয়। এতে আরও দেখা যায়, ২৫ শতাংশ পুরুষ দীর্ঘ সময়ের সঙ্গী নির্বাচনে শারীরিক নান্দনিকতাকেই গুরুত্ব দেয়। একই বিবেচনায় ৫১ শতাংশ পুরুষ তার সঙ্গী খোঁজে স্বল্প সময়ের জন্য।

সমীক্ষায় আরও বলা হয়, একজন নারী তার সঙ্গী নির্বাচনে পুরুষের মুখমণ্ডল বা শারীরিক সৌন্দর্য কোনোটিকেই গুরুত্ব দেয় না, তা দীর্ঘ বা স্বল্প সময় যা-ই হোক না কেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।