ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

গ্রিস উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসী নিখোঁজ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
গ্রিস উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসী নিখোঁজ 

গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছেন।  বুধবার (১০ আগস্ট) স্থানীয় কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

স্থানীয় কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, এজিয়ান সাগরে কার্পাথোস দ্বীপে নৌকাটি ডুবে যায়। এতে ৮০ জন ছিলেন। এদের মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।  

নৌকাটি তুরস্ক  ছেড়ে এসেছিল।  

 অবৈধ অভিবাসীরা নতুন জীবন শুরু করার জন্য ইউরোপে পাড়ি দিতে চায়, বিশেষ করে যারা নিজ দেশে যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়েছে, তাদের জন্য তুরস্ক মূল ট্রানজিট পয়েন্ট।

সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।