ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা, নিহত ৮

মেক্সিকোর রিও গ্র্যান্ডে নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে টেক্সাসে যাওয়ার চেষ্টাকালে কমপক্ষে আট জন মারা গেছেন। এই ঘটনায় ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার ( ৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

 শুক্রবার ( ২ সেপ্টেম্বর) একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ছয় জনের মরদেহ উদ্ধার করেছে। আর মেক্সিকান কর্মকর্তারা দুজনের মরদেহ উদ্ধার করেছে।  ভারী বৃষ্টির কারণে স্রোত বাড়ায় রিও গ্র্যান্ডে নদী পার হওয়ার চেষ্টা চালায় দলটি।  

মার্কিন ও মেক্সিকান কর্মকর্তারা বৃহস্পতিবার এই ঘটনাটির খবর জানতে পারেন।  

যুক্তরাষ্ট্রের বর্ডার অ্যাজেন্সির পক্ষ থেকে জানানো হয়, নদী থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ১৬ জনকে আটক করা হয়েছে। এদিএক মেক্সিকোতেও ৩৯ জনকে আটক করা হয়েছে।  

মার্কিন কর্মকর্তারা জানান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সীমান্তে তল্লাশি অব্যাহত রেখেছে।  

নিহত ও উদ্ধার হওয়া ব্যক্তিরা কোন দেশের তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।  

সূত্র: আল জাজিরা
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।