ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপিয়ানদের জীবন ধ্বংস করতে চায় রাশিয়া: জেলেনস্কি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
ইউরোপিয়ানদের জীবন ধ্বংস করতে চায় রাশিয়া: জেলেনস্কি  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া ইউরোপিয়ানদের জীবন ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৩ সেপটেম্বর) জাতির উদ্দেশে দেওয়া নিয়মিত ভাষণে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া অভাব তৈরি করে ও রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটিয়ে আক্রমণ করার চেষ্টা করছে।   

জেলেনস্কির ভাষণের কয়েক ঘণ্টা আগেই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ইউরোপে বন্ধ হওয়া গ্যাস পরিকল্পনা অনুযায়ী তারা চালু করতে পারবে না।  রাশিয়ার গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’ জার্মানিতে গ্যাসের লাইন বন্ধ রেখেছে।  

সংস্থাটি শনিবার জানায়, তারা অনির্দিষ্টকালের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।  

ইউরোপের অভিযোগ, রাশিয়া তাদের ব্ল্যাকমেল করতে গ্যাস বন্ধ করে রেখেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউরোপে জ্বালানির দাম বেড়েছে। আসছে শীতে গ্যাস সংকট হলে ইউরোপ বিপাকে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

এই সংকট সমাধানে কী পদক্ষেপ নেওয়া যায় ইউরোপের সরকারেরা তা নিয়ে ভাবছে।  

রাশিয়া গ্যাস ছাড়া ইউরোপীয় ইউনিয়ন চলার জন্য ভালোভাবে প্রস্তুত বলে জানিয়েছে রাজনৈতিক জোটটির অর্থনীতি কমিশনার পাওলো জেন্টিলোনি। একটি অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের তিনি এমনটি বলেন।

পাওলো জেন্টিলোনি বলেন, রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা এর চরম ব্যবহার প্রতিহত করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, আমরা পুতিনের সিদ্ধান্তে ভীত নই। আমরা রাশিয়ানদের আমাদের চুক্তিতে সম্মান করতে বলছি।  কিন্তু যদি তারা তা না করে, আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।