ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈঠকে বসছেন পুতিন-জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
বৈঠকে বসছেন পুতিন-জিনপিং

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শি জিনপিং।

উজবেকিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার ( ৭ সেপ্টেম্বর) রাশিয়া সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর এটি হবে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর।  

রুশ বার্তা সংস্থাকে চীনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের মুখপাত্র আন্দ্রে দেনিসোভ বলেন, ১০ দিনেরও কম সময়ের মধ্যে  সমরকন্দে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন সামিটে আমাদের নেতাদের বৈঠক হবে।  

এই সম্মেলন ছাড়াও আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে অংশ নিতে পারেন পুতিন ও জিনপিং। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

মানবাধিকার ও বাণিজ্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন পশ্চিমা বিশ্বের।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।