ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আপনাদের সেবা করার প্রাণপন চেষ্টা করবো: কিং চার্লস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
আপনাদের সেবা করার প্রাণপন চেষ্টা করবো: কিং চার্লস চার্লস ফিলিপ আর্থার জর্জ

‘রানি এলিজাবেথ ভালোভাবে জীবনযাপন করে গেছেন।  তার মৃত্যুতে আমরা শোকাহত।

 আমার প্রিয় মা, আপনি আমার প্রিয় প্রয়াত বাবার সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনার শেষ যাত্রা শুরু করেছেন, আমি কেবল এটি বলতে চাই: আপনাকে ধন্যবাদ। ’

শুক্রবার ( ৯ সেপ্টেম্বর)  জাতির উদ্দেশে ভাষণ দেওয়া ভাষণে এসব কথা বলেন ব্রিটেনের কিং চার্লস ফিলিপ আর্থার জর্জ।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজত্বের দায়িত্বভার পড়েছে তার কাঁধেই।  

চার্লস বলেন, ‘এক সপ্তাহের কিছু সময়ের মধ্যে আমরা একটি জাতি হিসেবে এবং প্রকৃতপক্ষে একটি বিশ্ব সম্প্রদায় হিসেবে আমার প্রিয় মাকে বিশ্রাম দিতে একত্রিত হব।  আসুন আমরা তার কর্মকে স্মরণ করি এবং তার উদাহরণের আলো থেকে শক্তি অর্জন করি। ’

তিনি বলেন, ‘রানি নিজে যেমন অটল নিষ্ঠার সাথে করেছিলেন, ঈশ্বর আমাকে যতটুক সময় দিয়েছেন আমি এরমধ্যে আমাদের সাংবিধানিক নীতিগুলোকে সমুন্নত রাখার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাবো।  আপন  যুক্তরাজ্য বা বিশ্বের যেকোনো অঞ্চলে বসবাস করুন না কেন এবং আপনার পটভূমি ও বিশ্বাস যাই হোক না কেন আমি আমার আনুগত্য, শ্রদ্ধা এবং ভালবাসার সঙ্গে আপনাকে সেবা করার প্রাণপন চেষ্টা করব। ’ 

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা,সেপ্টেম্বর০৯, ২০২২  
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।