ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজা হিসেবে চার্লসের নাম আনুষ্ঠানিক ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
ব্রিটিশ রাজা হিসেবে চার্লসের নাম আনুষ্ঠানিক ঘোষণা  চার্লস ফিলিপ আর্থার জর্জ

আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজা হিসেবে চার্লস ফিলিপ আর্থার জর্জের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনের সেন্ট জেমস প্যালেস কাউন্সিল থেকে এই নাম ঘোষণা করা হয়।

 

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার চলে যায় তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জের কাছে। এখন থেকে তাঁকে রাজা তৃতীয় চার্লস হিসেবে ডাকা হবে।  সিংহাসনে আরোহণের পর অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ আরও ১৪টি রাষ্ট্রের প্রধান হবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

টেলিভিশনে সম্প্রচারিত সেন্ট জেমস প্যালেসের কাউন্সিল থেকে বলা হয়, প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ এখন থেকে রাজা তৃতীয় চার্লস হিসেবে পরিচিত হবে... ঈশ্বর রাজাকে রক্ষা করুন!

গত বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা,সেপ্টেম্বর১০, ২০২২  
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।