ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনে বড় জয়ের আশা শাভেজের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
নির্বাচনে বড় জয়ের আশা শাভেজের

কারাকাস: চলতি সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনে বড় ধরনের জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন ভেনিজুয়েলার বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট হুগো শাভেজ।

রোববার অনুষ্ঠেয় নির্বাচনের আগের বৃহস্পতিবার শেষ সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে শাভেজ বলেন, ‘প্রতিপক্ষকে বিপুল ব্যবধানে হারিয়ে নির্বাচনে জয় লাভের আশা করছি।



২০০৫ সালে অনুষ্ঠিত নির্বাচন বর্জন করলেও এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রধান বিরোধী দল।

দক্ষিণের কারাবোবো রাজ্যে বক্তব্য দেয়ার সময় বিরোধীদের উদ্দেশ্য করে শাভেজ বলেন, ‘পাঁচ বছর আগে একদম শেষ মুহুর্তে তারা(বিরোধীরা) নির্বাচন থেকে সরে দাড়িয়েছিল। তারা চাইলে এ বছরও তারা তা করতে পারে। যদি না করে তাহলে আমরা দুনীর্তিগ্রস্ত যুক্তরাষ্ট্রের এ দোসরদের বড় ধরনের আঘাত করবো। ’   

জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রেসিডেন্ট তিবিসে লুসেনা রোববার অনুষ্ঠেয় নির্বাচন স্বচ্ছ হবে বলে অঙ্গীকার করেছেন।

পাঁচ বছর ক্ষমতাসীন শাভেজের দল সংসদে একক সংখ্যাগরিষ্ঠা পাবে বলে ধারণা করা হচ্ছে।

শাভেজের ইউনাইটেড সোস্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসইউভি) ৫২ শতাংশ ভোট পাবে বলে সাম্প্রতিক নির্বাচন জরিপে বলা হয়েছে। দলটি সংসদের ১৬৫ আসনের মধ্যে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।

শাভেজের দলের বিরুদ্ধে জয় লাভের উদ্দেশ্যে আভ্যন্তরীণ বিভক্তিকে দূরে সরিয়ে ডেমোক্রেটিক ইউনিটি (এমইউডি) নামের একটি জোট গঠন করেছে দেশটির সব বিরোধী দল। একইসঙ্গে মাত্রাতিরিক্ত অপরাধ, রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক দুর্দশায় হতাশ জনগণের সমর্থন লাভের চেষ্টা করছে জোটটি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২:৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।