ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট দিতে পারবেন সুচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
ভোট দিতে পারবেন সুচি

ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন। মিয়ানমারের কর্মকর্তারা শুক্রবার একথা জানান।

এর আগে তিনি ভোট দিতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অন সান সুচি এবং তার দুই সহকর্মীকে ভোটাধিকার দেওয়া হলো। তবে নির্বাচনের দিন তাদের ঘরের বাইরে বের হওয়ার অনুমতি নেই। ’

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘কর্তৃপক্ষ তাদের আগেভাগেই ভোট দেওয়ার জন্য বলতে পারেন। ’

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ২০০৮ সালের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি বন্দী অবস্থায় ভোট দিতে পারবেনা।

তবে ওই সরকারি কর্মকর্তা জানান, গৃহবন্দী থাকার কারণে সুচি এ আইনের আওতায় পড়বেননা। তিনি ভোট দিতে পারবেন। বিষয়টি খুব দ্রুতই তাকে জানানো হবে।

গৃহবন্দীর থাকার কারণ দেখিয়ে সুচিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

এ আইন অন্যায্য উল্লেখ করে ৭ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচন বর্জন করছে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

দলটি ১৯৯০ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর থেকে গত প্রায় ২০ বছর ধরে গৃহবন্দী অবস্থায় আছেন দলের এ নেতা। একইসঙ্গে দলটিকে ক্ষমতাও গ্রহণ করতে দেয়নি মিয়ানমারের সামরিক জান্তা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।