ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের একটি কলেজে নেকাব নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
ব্রিটেনের একটি কলেজে নেকাব নিষিদ্ধ

লন্ডন: ব্রিটেনের লাংকাশায়ারের বার্নলি কলেজে নেকাব নিষিদ্ধ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মুসলিম নেতারা ।

গণমাধ্যমের একটি প্রতিবেদনে একথা জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষ জানান, নিরাপত্তার কারণে সকল ছাত্র-ছাত্রী, কলেজ স্টাফ এবং পরিদর্শকদের কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের এধরণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মুসলিম নেতারা।

লাংকাশায়ার কাউন্সিল মসজিদের সাবেক প্রধান আবদুল হামিদ কুরায়শি জানান,  ‘এধরণের সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন। কারণ প্রতিটি মানুষ যে কোনো ধরনের পোশাক পরার অধিকার রাখে। আমি মনে করি এধরণের সিদ্ধান্ত অতিরিক্ত বারাবারি। তাদের বিষয়টি বিবেচনা করা উচিত। ’

কাউন্সিলর ওয়াজিদ খান বলেন, প্রতিটি মানুষেরই তার ধর্মীয় রীতির পোশাক পরতে পারেন।

শিক্ষার্থীরা এবিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন।

কলেজের মুখপাত্র জানিয়েছে কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।