ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ঘূর্ণিঝড় ফানাপির আঘাতে নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
চীনে ঘূর্ণিঝড় ফানাপির আঘাতে নিহত ৭০

বেইজিং: চীনের দণিক্ষাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে ঘুর্ণিঝড় ফানাপির আঘাতে কমপক্ষে ৭০ জন নিহত ও ৬৫ জন নিখোঁজ হয়েছেন। ঘূর্ণিঝড়ের ফলে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে এ হতাহতের ঘটনা ঘটে।



সোমবার স্থানীয় সময় সকাল ৭ টায় গুয়াংডং প্রদেশে ফানাপি আঘাত হানে।

প্রাকৃতিক দূযোর্গ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘূণিঝড় আঘাত করার পর উদ্ধার কর্মীরা অভিযান চালিয়ে ৭০ জনের মৃতদেহ উদ্ধার করে। তখনও আরও ৬৫ জন নিখোঁজ ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে আক্রান্ত এলাকায়, খাদ্য, পানি ও তাবু বিতরণ করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী ৯৯ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৩ হাজার ৭৬৫ টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ৪২ হাজার ১৯০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

এবছর চীনে ফানাপিসহ ১১ টি শক্তিশালী ঝড় আঘাত হনেছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।