ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আড়াল থেকে যুদ্ধ বিপজ্জনক: মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
আড়াল থেকে যুদ্ধ বিপজ্জনক: মোদি নরেন্দ মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটা সবাই জানে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিভিন্ন সূত্র থেকে অর্থ সাহায্য পায়। তেমনই একটি সূত্র হল রাষ্ট্রের মদদ।

নিজেদের বৈদেশিক নীতি হিসেবে কয়েকটি দেশ সন্ত্রাসবাদে মদদ জোগায়।  

শুক্রবার নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনে এসব কথা বলেন মোদি।  

মোদি বলেন, ওই দেশগুলো জঙ্গিদের রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়। আন্তর্জাতিক সংগঠনগুলো যেন এটা না ভাবে যে, যুদ্ধ হচ্ছে না বলেই শান্তি বিরাজ করবে। আড়াল থেকে যুদ্ধ করা বা প্রক্সি ওয়ার অত্যন্ত বিপজ্জনক ও হিংসাত্মক।

মোদি পরিষ্কার জানিয়ে দিলেন, যে দেশগুলো সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, সেই দেশগুলোকে কঠিন মূল্য দিতে হবে। তিনি বলেন, যে দেশগুলো নিজেদের বৈদেশিক নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদের প্রতি রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।  

একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি মোদি। তবে পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন।  

মোদি বলেন, মূল থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে আরও কার্যকরী প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। কখন সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হবে এবং তারপর পদক্ষেপ নেব, সেই মনোভাবে এগিয়ে গেলে হবে না। আগে থেকেই সন্ত্রাসবাদীদের লক্ষ্য করতে হবে। জঙ্গিদের সহযোগী নেটওয়ার্ক ভেঙে দিতে হবে আমাদের। ওদের অর্থ সহায়তার রাস্তা বন্ধ করে দিতে হবে।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময় ১৭০৯, নভেম্বর ১৮, ২০২২ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।