ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শীতে হুমকির মুখে লাখ লাখ ইউক্রেনীয়: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
শীতে হুমকির মুখে লাখ লাখ ইউক্রেনীয়: ডব্লিউএইচও

এই শীতে ইউক্রেনে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর ইউরোপীয় আঞ্চলিক পরিচালক ডক্টর হ্যান্স হেনরি পি ক্লুজ বলেন, ইউক্রেনের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কিন্তু যুদ্ধের কারণে দেশটির জ্বালানি শক্তি অবকাঠামোগুলোর অর্ধেকই ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে।

বর্তমানে প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎ ছাড়া রয়েছেন বলেও জানান তিনি।

সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনের ৭০৩টি স্বাস্থ্য অবকাঠামোতে হামলা করেছে রাশিয়া। ডব্লিউএইচও এসব হামলার তথ্য নথিভুক্ত করেছে।

গত সপ্তাহে, রাশিয়ার সবচেয়ে ভারি অস্ত্রগুলো ইউক্রেনের জ্বালানি শক্তি স্থাপনা এবং বেসামরিক ভবনগুলোতে আঘাত করে। শীত শুরুর সঙ্গে সঙ্গে এই হামলা আরও তীব্র হতে শুরু করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ড. ক্লুজ বলেন, ‘সহজভাবে বললে, এই শীতকাল লড়াই করে বেঁচে থাকতে হবে। ’

তিনি যোগ করেন, ‘ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা এখন খুবই নাজুক। সংঘাতের অবসানই এসবের সর্বোত্তম সমাধান। ’

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।