ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভের অর্ধেক বাড়ি বিদ্যুৎহীন: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
কিয়েভের অর্ধেক বাড়ি বিদ্যুৎহীন: মেয়র

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলার পর থেকেই রাজধানী কিয়েভের অর্ধেক বাড়ি বিদ্যুৎবিহীন।

শুক্রবার (২৫ নভেম্বর) এক টেলিগ্রাম পোস্টে এ কথা জানিয়েছেন কিয়েভ মেয়র ভিটালি ক্লিটসকো।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভিটালি তার টেলিগ্রাম পোস্টে লিখেছেন, কিয়েভের অর্ধেক গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন। তবে দিনের বেলায় পর্যায়ক্রমে সব গ্রাহকদের জন্য ৩ ঘণ্টার বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎ, যোগাযোগ ও পানির সমস্যা ধীরে ধীরে সমাধানের চেষ্টা চলছে। তবে এখনও ১৫ অঞ্চলে পানিসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান।

তবে বুধবারের (২৩ নভেম্বর) বিমান হামলায় কিয়েভকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করছে মস্কো।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet