সিনেমার দৃশ্যকেও হার মানায় এমনই দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে জার্মানিতে। সম্প্রতি দেশটির মানচিং বাভারিয়ার জাদুঘরে এই ডাকাতির ঘটনা ঘটে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডাকাতরা হাইটেক নিরাপত্তা ব্যবস্থাকেও অকার্যকর করে দিয়েছিল। এ সময় সেখানে থাকা বাজেনি সতর্কীকরণ ঘণ্টাও।
ডাকাতিতে ওই জাদুঘর থেকে খোয়া গেছে দুষ্প্রাপ্য সেল্টিক স্বর্ণমুদ্রাসহ একাধিক মূল্যবান বস্তু।
ডাকাতির পেছনে কাদের হাত রয়েছে তা নিয়ে চিন্তা পড়েছে গেছে স্থানীয় পুলিশ প্রশাসন। আন্তজার্তিক কোনো সংযোগ কাজ করছে কি না তাও তদন্ত শুরু করে দেখছে জার্মান পুলিশ।
ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা লিমার জানিয়েছেন, দু’দিন আগে দুপুরে ম্যানচিংয়ের সেল্টিক ও রোমান মিউজিয়ামের এলাকাতে টেলিকম হাবের তার কাটা হয়। এরপর মাত্র নয় মিনিটেই ডাকাতরা বের হয়ে যায়।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসআইএস