পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো কোনো জনসমাবেশে অংশ নিলেন। তিনি এবার অংশ নিয়েছেন রাওয়ালপিন্ডির তেহরিক-ই-ইনসাফের র্যালিতে।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ইমরানের জনসভার ভিডিও তাদের ফেসবুকে শেয়ার করেছে তার দল পিটিআই।
সংঘাতের শঙ্কার কথা বলে ইমরানকে এ র্যালি আপাতত স্থগিত করতে বলেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু তিনি তা বন্ধ করেননি।
ইসলামাবাদের জনসভায় তিন সপ্তাহ আগে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। সেজন্য অস্ত্রোপচারও করতে হয়েছিল। ইমরান এ হামলার জন্য সরাসরি সরকারি দলকে দায়ী করেছিলেন।
কিন্তু সরকার সেই দাবি প্রত্যাখান করেছে। শাহবাজ শরীফের প্রশাসনের দাবি ছিল, এ হামলায় কেবল একজন হামলাকারী জড়িত।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জেডএ