ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বিবিসির সাংবাদিক মারধরের শিকার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
চীনে বিবিসির সাংবাদিক মারধরের শিকার!

চীনে সরকারের কোভিডনীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশটির পুলিশের মারধরের শিকার হয়েছেন বিবিসির এক সাংবাদিক।

এড লরেন্স নামের ওই সাংবাদিককে গ্রেফতারও করে চীনের পুলিশ।

দীর্ঘসময় আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। খবর দ্য গার্ডিয়ানের

এক বিবৃতিতে বিবিসি জানিয়েছে, ‘বিবিসির সাংবাদিক এড লরেন্সের সঙ্গে চীনা পুলিশের আচরণ নিয়ে আমরা শঙ্কিত। শাংহাইতে সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে লরেন্সকে বাধা দেশটির পুলিশ। পুলিশি হেফাজতে তাকে মারধর করা হয়। এরপর  হাতকড়া পরিয়ে তাকে যাওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ’

বিবিসির অভিযোগ, গ্রেফতারের সময় লরেন্সকে লাথি, চড়-থাপ্পড়ও মেরেছে চীনের পুলিশ।  এ বিষয়ে এখনও পর্যন্ত চীন কর্তৃপক্ষের কেউ ক্ষমা চায়নি, দুঃখপ্রকাশও করেনি।

উল্লেখ্য, চীনে কোভিড পরিস্থিতি ফের উদ্বেগজনক পরিস্থিতি চলছে। রোববার সেখানে করোনা সংক্রমণ নতুন রেকর্ড গড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৪৭ জন। এই পরিস্থিতিতে কড়া লকডাউন এবং ‘কোভিড-শূন্য’ নীতি অবলম্বন করেছে সরকার। এতে বিক্ষোভে ফেটে পড়েছেন দেশের সাধারণ নাগরিক।  

সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার রাজপথে নামেন অনেকে। শাংহাইয়ের রাস্তায় তারা স্লোগান দেন, ‘শি জিনপিং, পদত্যাগ করুন। ’

বাংলাদেশ সময়:১১০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।