ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইসলাম

ফেনীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ফেনীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ফেনী: ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জেলার সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।  

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ফাউন্ডেশন ফেনীর উপ পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ।

 

ইতোমধ্যে বিশাল আয়তনের ওই মাঠে সামেয়ানা ও তিরপল টাঙ্গানোসহ ঈদের জামাতের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মিজান ময়দানে ঈদের নামাজে ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।  

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ঈদগাহের যাবতীয় প্রস্তুতি পরিদর্শন করেন।  

পরে তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের নামাজ স্বস্তির সাথে আদায় করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বড় কোেনা ঝড় বা ধমকা হাওয়া না হলে এ মাঠে যথাসময়ে জেলার বিশিষ্টজনের নামাজ আদায় করতে পারবেন।

ইসলামী ফাউন্ডেশন জানায়, ফেনীর বড় জামে মসজিদে মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে সকাল ৭টা ৪৫ মিনিট, ফেনী জহিরিয়া জামে মসজিদে মাওলানা মুফতি ইলিয়াসের ইমামতিতে সকাল সাড়ে ৮টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে মোহাম্মদ আবদুল্লাহর ইমামতিতে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউজ জামে মসজিদ, ফেনী সদর উপজেলা পরিষদ জামে মসজিদ, সকাল ৮টা ১৫ মিনিটে ঈদ জামাত হবে ফেনীর শান্তি কোম্পানি জামে মসজিদ, রেল স্টেশন জামে মসজিদ, সাড়ে ৮টায় ঈদ জামাত হবে মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদ, বদরুন্নেছা জামে মসজিদ, জিএ একাডেমী হাইস্কুল মাঠ, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, লমি হাজারী বাড়ি জামে মসজিদ, হাজারী পাড়া জামে মসজিদ, ৭টা ৩০ মিনিটে জামাত হবে বিদ্যুৎ উন্নয়ন বোড জামে মসজিদ, ফেনী কারাগারের ভেতরে।

ইতোমধ্যে ফেনীর সকল ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুুতি সম্পন্নের পথে রয়েছে। এবার ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রায় সব মাঠেই তিরপলের ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদেও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।