ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ২, ২০২৩
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় অন্যান্য খরচ ব্যতিত নগদ ১ হাজার ২০০ মার্কিন ডলার লাগবে।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ ২৯ হাজার ৬০০ টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের এ সম্পর্কিত প্রজ্ঞাপনের ভিত্তিতে মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করে।
 
সার্কুলারে বলা হয়, হজের সার্বিক খরচ ব্যতীত প্রত্যেক হজযাত্রী এক হাজার দুইশ’ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বাংলাদেশি মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে, হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট হজ প্যাকেজের খরচের তালিকা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট খরচ লাগবে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা। এর মধ্যে বিমান ভাড়া বাবদ এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা; মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া বাবদ দুই লাখ চার হাজার ৪৪৪ টাকা ৯১ পয়সা; জেদ্দা-মক্কা-মদিনা ও আল মাশায়েলে পরিবহন ভাড়া বাবদ ৩৫ হাজার ১৬২ টাকা ৪৩ পয়সা; বাস সার্ভিস দুই হাজার ৮৩৯ টাকা; জম জম পানির দাম বাবদ ৪২৫ টাকা ৮৫ পয়সা; সার্ভিস চার্জ এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা ৬২ পয়সা; মক্কা রুট সার্ভিস ৫৮৭ টাকা ৬৭ পয়সা; উন্নত মানের বাসে লাগেজ সার্ভিস ৫৯৭ টাকা ৬৭ পয়সা; উন্নত মানের বাস সার্ভিস ভাড়া ১৯ হাজার ৩৩৩ টাকা ৫৯ পয়সা; দেশে প্রত্যাবর্তনকালে লাগেজ পরিবহন ভাড়া ৮৫১ টাকা ৭০ পয়সা; ভিসা আট হাজার ৫১৭ টাকা; স্বাস্থ্য বিমা বাবদ ফি ৯৪৬ টাকা ৮১ পয়সা।

এছাড়াও রয়েছে অন্যান্য খরচ। অন্যান্য খরচ বাবদ দিতে হবে ৫১ হাজার ৪৭৮ টাকা ১০ পয়সা। অন্যান্য খরচের মধ্যে আইডি কার্ড, লাগেজ ট্যাগ, আইটি সার্ভিস ও মক্কা রোড সার্ভিস বাবদ ৮০০ টাকা; হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা; প্রশিক্ষণ ফি ৩০০ টাকা; খাওয়া খরচ ৩৫ হাজার টাকা ও হজ গাইড বাদ ১৫ হাজার ১৭৮ টাকা ১০ পয়সা।  

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছুপ্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ টাকা ২৫ পয়সার সমপরিমাণ ১৫ হাজার ৬২২ দশমিক ৭২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধি-বিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সির আইবিএসএন-এর মাধ্যমে সৌদি আরবে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০২, ২০২৩
জেডএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।