ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজ পালন করলেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
হজ পালন করলেন রাষ্ট্রপতি

ঢাকা: সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন প্রেস উইং জানায়, হজ পালনের অংশ হিসেবে রাষ্ট্রপতি এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা মঙ্গলবার (২৭ জুন) আরাফাত ময়দানে রাষ্ট্রপ্রধানদের জন‍্য নির্দিষ্ট তাবুতে অবস্থান করছেন।

পরে এখান থেকে রাষ্ট্রপতি মুজদালিফা যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

পবিত্র হজ পালন শেষে আগামী ৩ জুলাই  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।