ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন ২০২৩ বিজয়ীদের চেক হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন ২০২৩ বিজয়ীদের চেক হস্তান্তর

ঢাকা: জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-আমানসিম সাওতুল কোরআন- ২০২৩, সিজন-৮ এর বিজয়ীদের জন্য ঘোষিত নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রতিযোগিতায় বিজয়ী চার জনের মধ্যে মোট সাড়ে ছয় লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

রোববার এক বিষয়ে জানিয়েছেন সাওতুল কোরআন কর্তৃপক্ষ। এর আগে ১৮ আগস্ট শুক্রবার রাজধানীর অদূরে কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিজয়ী প্রতিযোগীরা হলো গাজীপুরের হাবিবুল্লাহ বাশার (চ্যাম্পিয়ান), প্রথম রানার্স-আপ সিলেটের রাইয়ান তানজিম (তিন লাখ টাকা), দ্বিতীয় রানার্স-আপ ঢাকার আব্দুল্লাহ জুবায়ের (দুই লাখ টাকা) এবং তৃতীয় রানার্স-আপ চট্রগ্রামের ইরফান হোসাইন (৫০ হাজার ) পেয়েছে।

এর আগে প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হয়েছে।

গ্রিনভিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চেয়ারম্যান সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে প্রজাপতি মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কাদেরিয়া গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আলম সুমন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাওতুল কোরআন ২০২৩ এর প্রধান বিচারক শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার নোমান আল বাশির, হাফেজ ক্বারী সাইফুল ইসলাম ও বাংলাদেশ হেলথ সাইন্সেস ইউনিভার্সিটির উপদেষ্টা মো. আসাদুল্লাহ।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এইচএমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।