ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমায় জুমার নামাজ দেড়টায়, মুসল্লির ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
বিশ্ব ইজতেমায় জুমার নামাজ দেড়টায়, মুসল্লির ঢল

গাজীপুর: আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে।

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।

দুপুর ১টা ৩০ মিনিটে খুতবা শুরু হবে।

নিজামুদ্দিনের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেশের সর্ববৃহৎ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। এর আগে থেকেই ইজতেমা ময়দানে অবস্থান নিয়ে ছিলেন দেশবিদেশের লাখো মুসুল্লি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে মুসল্লিদের ভিড় কম থাকায় মানুষ স্বস্তিতেই ইজতেমার ময়দানে আসতে পারছেন। এদিকে সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় থাকায় যানজটও নেই। মুসল্লিরা বিভিন্ন যানবাহনে, নৌকা এবং পায়ে হেঁটে ইজতেমা ময়দানে আসছেন।

এদিকে ইজতেমায় শুক্রবার ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। পরে তার বয়ান বাংলায় তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।

আজ জুমার আগে ফাজায়েল বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি)। পরে বাংলা তর্জমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। পরে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

বিশ্ব ইজতেমার সার্বিক বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, আমরা সবাই মিলে সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ করেছি। দ্বিতীয় পর্ব আরও ভালোভাবে শেষ করতে চাই। প্রথম পর্বের চেয়ে আরও বেশি সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইজতেমার ময়দানে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা-ব্যবস্থা রয়েছে। পোশাকে, সাদা পোশাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ইউনিট, র‌্যাব, কুইক রেসপন্স টিম, সিসিটিভি মনিটরিং, সবকিছু মিলিয়ে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

উল্লেখ, গত ২ ফেব্রুয়ারি শুরু করে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিযে শেষ হয় বিশ্ব ইজতেমা-২০২৪ এর প্রথম পর্ব। সেবারে মাওলানা জুবায়েরের অনুসারীরা ময়দানে উপস্থিত ছিলেন।  

এদিকে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে বিশ্ব ইজতেমা-২০২৪ এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিয়েছেন। আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা-২০২৪ এর দ্বিতীয় ও শেষ পর্ব।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চার মুসল্লির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
আরএস/এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।