ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

কোন দেশে কত ঘণ্টা রোজা?

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
কোন দেশে কত ঘণ্টা রোজা?

ভৌগোলিক অবস্থানের বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের পার্থক্য ঘটে। সূর্যাস্ত ও সূর্যোদয়ের ভিন্নতার কারণে এমন পার্থক্য হয়।

আগামী সোমবার (১১ মার্চ) অথবা মঙ্গলবার (১২ মার্চ) থেকে রমজান শুরু হবে। এ বছর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো উত্তর অংশের দেশগুলোর মুসলিমরা ১৭ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখবেন।

নুউক-গ্রিনল্যান্ড, রিকজাভিক-আইসল্যান্ডে রোজা রাখতে হবে ১৬ ঘণ্টা।

১৫ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে- হেলসিঙ্কি-ফিনল্যান্ড, অসলো-নরওয়ে, গ্লাসগো-স্কটল্যান্ড, বার্লিন-জার্মানি, ডাবলিন-আয়ারল্যান্ড, মস্কো-রাশিয়া, আমস্টারডাম-নেদারল্যান্ডস, ওয়ারশ-পোল্যান্ড, আস্তানা-কাজাখস্তান।

১৪ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে- ঢাকা-বাংলাদেশ, ব্রাসেলস-বেলজিয়াম, লন্ডন-যুক্তরাজ্য, জুরিখ-সুইজারল্যান্ড, স্টকহোম-সুইডেন, বুখারেস্ট-রোমানিয়া, সারাজেভো-বসনিয়া ও হার্জেগোভিনা, সোফিয়া-বুলগেরিয়া, রোম-ইতালি, মাদ্রিদ-স্পেন, প্যারিস-ফ্রান্স, লিসবন-পর্তুগাল, আঙ্কারা-তুরস্ক, অটোয়া-কানাডা, টোকিও-জাপান, বেইজিং-চীন, অ্যাথেন্স-গ্রিস, নিউ ইয়র্ক সিটি-যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি-যুক্তরাষ্ট্র, লস অ্যাঞ্জেলেস-যুক্তরাষ্ট্র, তিউনিস-তিউনিসিয়া, তেহরান-ইরান, আলজিয়ার্স-আলজেরিয়া, কাবুল-আফগানিস্তান, নয়াদিল্লি-ভারত, রাবাত-মরক্কো, দামেস্ক-সিরিয়া, ইসলামাবাদ-পাকিস্তান, বাগদাদ-ইরাক, বৈরুত-লেবানন, আম্মান-জর্ডান, গাজা উপত্যকা-ফিলিস্তিন, কায়রো-মিসর।

১৩ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে- দোহা-কাতার, দুবাই-সংযুক্ত আরব আমিরাত, খার্তুম-সুদান, রিয়াদ-সৌদি আরব, আবুজা-নাইজেরিয়া, এডেন-ইয়েমেন, ডাকার-সেনেগাল, আদ্দিস আবাবা-ইথিওপিয়া, বুয়েনস আয়ার্স-আর্জেন্টিনা, কলম্বো- শ্রীলঙ্কা, কুয়ালালামপুর-মালয়েশিয়া, মোগাদিশু-সোমালিয়া, সিউদাদ-দেল, এস্তে-প্যারাগুয়ে, নাইরোবি-কেনিয়া, হারারে-জিম্বাবুয়ে, জাকার্তা-ইন্দোনেশিয়া, লুয়ান্ডা-অ্যাঙ্গোলা, ব্যাংকক-থাইল্যান্ড, ব্রাসিলিয়া-ব্রাজিল, জোহানেসবার্গ-দক্ষিণ আফ্রিকা, মন্টেভিডিও-উরুগুয়ে, ক্যানবেরা-অস্ট্রেলিয়া,পুয়ের্তো মন্ট-চিলি, ক্রাইস্টচার্চ-নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।