ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

ইসলাম ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আসন্ন ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। রমজান শেষে আগামী বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের প্রথম দিন দেশটিতে ঈদ উদযাপিত হবে।

খবর গালফ নিউজের।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, মঙ্গলবার সিডনি ও পার্থের নির্দিষ্ট সময়ে নতুন চাঁদে জন্ম হবে। ওইদিনই রমজানের শেষ দিন হবে। ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।  

ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চন্দ্রাস্তের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর নির্ভর করে।  

মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভিন্নমতকে স্বীকৃতি ও সম্মান জানিয়ে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ সংরক্ষণে ঐক্যের ওপর জোর দেওয়ার আহ্বান জানায়।  

প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিম ধর্মাবলম্বীরা রমজানের শেষে ঈদুল ফিতর উদযাপন করেন। এটি ইসলাম ধর্মের প্রধান উৎসবগুলোর একটি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।