মানুষ ঘুমালে নানা ধরনের স্বপ্ন দেখে। অনেক সময় তাতে অপছন্দের বা ভীতিকর বিষয়ও থাকে।
* তিনবার বাম দিকে থুথু নিক্ষেপ করা।
* শয়তান থেকে আশ্রয় চেয়ে তিনবার ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পড়া।
* পাশ পরিবর্তন করে ঘুমানো।
* অন্যের কাছে না বলা এবং নিজেও এর ব্যাখ্যা না করা।
* স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে উঠে দুই রাকাত নামাজ পড়া।
হাদিস: জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ স্বপ্নে অপছন্দের কিছু দেখলে সে যেন তিনবার বাম দিকে থুথু ফেলে, তিনবার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং যে পাশে শুয়েছিল, তা পরিবর্তন করবে। ’ (মুসলিম, হাদিস : ৬০৪১)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘...যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে না, তাহলে উঠে নামাজ পড়বে এবং মানুষের কাছে তা বর্ণনা করবে না। ’ (মুসলিম, হাদিস : ৬০৪২)
জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কেউ স্বপ্নে আমাকে দেখলে সে নিশ্চয়ই আমাকে (স্বপ্নে) দেখেছে। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। ’ তিনি আরো বলেন, ‘তোমাদের কেউ খারাপ স্বপ্ন দেখলে সে যেন শয়তানের চক্রান্তের সংবাদ (খারাপ স্বপ্নের কথা) কাউকে না দেয়। ’ (মুসলিম, হাদিস : ৫৮১৬)
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ০২,২০২৪
এএটি