ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজের প্যাকেজ ঘোষণা করা হচ্ছে বুধবার, কমতে পারে খরচ: ধর্ম উপদেষ্টা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
হজের প্যাকেজ ঘোষণা করা হচ্ছে বুধবার, কমতে পারে খরচ: ধর্ম উপদেষ্টা 

দিনাজপুর: গত বছরের তুলনায় খরচ কমিয়ে আগামীকাল (বুধবার, ৩০ অক্টোবর) ঘোষণা করা হবে হজের প্যাকেজ। এবার সরকারি অর্থায়নে কারও হজ করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 


ধর্ম বিষয়ক উপদেষ্টার আগমন উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমিতে সংবর্ধনা ও হজ ওমরাহ বিষয়ক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

ধর্ম উপদেষ্টা বলেন, অনেকেই অর্থ বা সামর্থ্য থাকার পরও হজ করতে চান না। আমাদের উচিত সবার জন্য হজের আগ্রহ তৈরি করা। ২০২৫ সালের হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় থাকার খরচ আর সৌদি সরকারকে নির্ধারিত ফি আছে। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা আগামীকাল (বুধবার) জানানো হবে।  

তিনি আরও বলেন, সরকারের টাকায় ফ্রি কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন সরকারি খরচে।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খানসহ বিভিন্ন ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।