ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
হজযাত্রী নিবন্ধনের সময় শেষ

ঢাকা: ২০২৫ সালের হজযাত্রী নিবন্ধনের সময় রোববার (১৫ ডিসেম্বর) শেষ হচ্ছে। তবে আগামী ১৭ ডিসেম্বর হজযাত্রীর নিবন্ধনের টাকা ব্যাংকে জমা করা যাবে।

রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

হজযাত্রী নিবন্ধনের সময় রোববার শেষ হচ্ছে জানিয়ে এতে বলা হয়, যেসব হজযাত্রীর নিবন্ধনের টাকা জমাদানের জন্য ভাউচার তৈরি করা হয়েছে এবং যেসব ভাউচার ব্যাংকে জমাকরণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে সেসব হজযাত্রীর নিবন্ধনের টাকা পরবর্তী ব্যাংকিং দিবস অর্থাৎ আগামী ১৭ ডিসেম্বর জমা করা যাবে।

তবে ১৭ ডিসেম্বর নতুন করে কোনো হজযাত্রীর ভাউচার তৈরি করার সুযোগ থাকবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব হজযাত্রী, হজ এজেন্সি ও ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

হজে যেতে রোববার রাত ৯টা পর্যন্ত সরকারি মাধ্যমে ৪ হাজার ৭৬১ জন এবং বেসরকারি মাধ্যমে ৫৯ হাজার ৭০৩ জন নিবন্ধন করেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক পোর্টাল থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।