ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান।
বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তার চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার বিচারক আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেলা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএস এ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের ছাত্র ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিধিবদ্ধ সংস্থা। ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশবলে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ২৮ মার্চ ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন’ অ্যাক্ট প্রণীত হয়।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআইএইচ/আরএইচ