ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

জমায়েত বাড়ছে বৃষ্টি বিঘ্নিত ইজতেমায়

একেএম রিপন আনসারী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
জমায়েত বাড়ছে বৃষ্টি বিঘ্নিত ইজতেমায় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টঙ্গীর ইজতেমা ময়দান থেকে: ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় বা শেষ পর্বের দ্বিতীয় দিন শনিবার (১৭ জানুয়ারি) ভোর রাতে হঠাৎ বৃষ্টি। এতে বেড়েছে শীতও।

স্বাভাবিক কনকনে এই শীতে হঠাৎ বৃষ্টি হলেও আল্লাহর ধ্যানে মশগুল লাখো মুসল্লির জিকির থামেনি ইজতেমা ময়দানে। ফজরের নামাজের পর থেকেই জিকির-আসগার শুরু করেছেন তারা।

তবে বৃষ্টিতে ইজতেমা ময়দানের বিভিন্ন স্থানে পানি জমেছে।

বর্তমানে লাখো মুসল্লি জিকির-আসকারের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমায় অবস্থান করছেন। ফজরের নামাজের জামায়াত আদায় করতে কিছুটা সমস্যা হলেও মুসল্লিরা সব কিছু সামলে বর্তমানে বয়ান শুনছেন। আবার কেউ ব্যক্তিগভাবে পড়ছেন তসবি।

দ্বিতীয় দিনের (শনিবার) মূল আনুষ্ঠানিকতা অনুসারে ফজরের নামাজের পর শুরু হয়েছে বয়ান। ফজরের নামাজের পর হিন্দিতে বয়ান করছেন, ভারতের মওলানা শওকত হোসেন। যার তরজমা (বাংলা ‍অনুবাদ) করছেন, বাংলাদেশের মওলানা নুরুর রহমান। এই বয়ান চলবে জোহরের নামাজের আগ পর্যন্ত। জোহরের নামাজের পর আবার শুরু হবে বয়ান।

বিকেলে প্রথা অনুসারে অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন বিয়ে। এরইমধ্যে বয়ানে বয়ানে কেটে যাবে রাত। পরদিন রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার পর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। দ্বিতীয় বা শেষ পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫০তম বিশ্ব ইজতেমার।

এবারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

এদিকে, ২০ দলীয় জোটের অবরোধের কারণে বিশ্ব ইজতেমার মুসল্লিদের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকার। সড়ক মহাসড়কে পুলিশি নিরাপত্তায় আসছে মুসল্লিবাহী যান। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। যাতে বেশ সুবিধা হয়েছে মুসল্লিদের।

এদিন (শনিবার) সকাল সাড়ে ৯টায় ইজতেমা ময়দান সরেজমিনে ঘুরে দেখা যায়, সময় যত বাড়ছে ততই মুসল্লিদের ভীড় বাড়ছে। আল্লাহর নৈকট্য ও আনুকূল্য পাওয়ার আশায় এখনও দেশ-বিদেশ থেকে দলে দলে আসছেন লাখো লাখো মুসল্লি। আল্লাহু আকবার ধ্বনিতে জিকির করতে করতে তারা ইজতেমা ময়দানে প্রবেশ করছেন।

২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এবার ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ৯ জানুয়ারি। শেষ হয় ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ১৬ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ১৮ জানুয়ারি, রোববার।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

** বয়ান চলছে ইজতেমা মাঠে, রোববার আখেরি মেনাজাত
** বিশ্ব ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।