ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর:  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্বে সাতজন মারা গেলেন।



শনিবার (১৭ জানুয়ারি) দিনের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।

ইজতেমা আয়োজক সূত্র জানায়, শনিবার বিশ্ব  ইজতেমায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ৮টায় নীলফামারীর পলাশবাড়ি এলাকার গোলাম আজম খান (৫৫), সকাল সাড়ে ১০টার দিকে মৌলভী বাজারের জুড়ি থানার ভোগতারা গ্রামের বশির মিয়া (৫৫) মারা যান।  

বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার ভোর রাত ৪টার দিকে বরিশালের টিকাশ্বর এলাকার আলী আজম হাওলাদার (৬৪) মারা যান।

বিশ্ব ইজতেমার লাশের জিম্মাদার আদম আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

** ‘দুনিয়া নয় আখেরাতই মানুষের প্রকৃত গন্তব্য’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।