ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মঙ্গলে নেয়া হচ্ছে পবিত্র কোরআন!

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় প্রধান, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মঙ্গলে নেয়া হচ্ছে পবিত্র কোরআন!

বহুল আলোচিত মঙ্গল গ্রহে মানুষ প্রেরণের প্রকল্প মারস ওয়ানে অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের একজন ইচ্ছা প্রকাশ করেছেন- তিনি চূড়ান্ত বাছাইয়ে মনোনীত হলে মঙ্গল যাত্রাকালে সাথে করে নিয়ে যাবেন পবিত্র কোরআনে কারিম।

স্থায়ী মানব বসতি গড়ার মিশন নিয়ে ২০২৪ সালের মধ্যে চারজন নারী-পুরুষকে মঙ্গল গ্রহে পাঠানো হবে।

নেদারল্যান্ডসভিত্তিক অলাভজনক সংস্থা মারস ওয়ান এ মিশন হাত নিয়েছে। ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে মাত্র চার ভাগ্যবানকে বেছে নেওয়া হবে। এই যাত্রা একমুখী, এসব অভিযাত্রীদের কখনো পৃথিবীতে ফিরিয়ে আনা হবে না। তারা সেখানেই বেঁচে থাকার প্রাণান্তর চেষ্টা চালাবেন।

সম্প্রতি আবেদনকারীদের ছোট তালিকা প্রকাশ করেছে মারস ওয়ান। সেখানে বিভিন্ন দেশের ৯৯ জনের নাম রয়েছে। ওই তালিকার একজন হলেন মিসরের যুবক মুহাম্মদ আবদু সালাম। তিনি এন ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। এ বিষয়ে আবদুস সালাম বলেন, ‘যদি আমাকে মঙ্গল গ্রহে কোরআন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে, আমিই প্রথম ব্যক্তি- যে পবিত্র কোরআনকে অন্য গ্রহে নিয়ে যাবো। বিষয়টি অবশ্যই রোমাঞ্চকর। আমি মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

‘অফেরতযোগ্য যাত্রা’ নামকরণের ব্যাপারে তিনি বলেন, ‘মানুষের জীবন মহান আল্লাহতায়ালার হাতে এবং তার এ ভ্রমণে জীবিত থাকার সম্ভাবনা রয়েছ। চূড়ান্তভাবে মনোনীত হলে মঙ্গলে গিয়ে সালাম ও তার বন্ধুরা জীবিত থাকার জন্য সেখানে বৃক্ষরোপণ থেকে শুরু করে অন্যসব প্রচেষ্টা চালাবেন। ’

৩২ বছর বয়সী যুবক এই যুবক নিজ এলাকায় মৃদু নামে পরিচিত। বাবা-মা ও এক ছোট ভাইকে হারিয়ে মিসরে তিনি ‘মারওয়ান’ নামক আরেক ছোট ভাইকে নিয়ে বসবাস করছেন। শেশায় শিক্ষক সালাম এখনও মারস ওয়ানের প্রতিযোগিতায় টিকে আছেন। তার সাথে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য আমেরিকা প্রবাসী অন্য আরেকজন ইরাকি নাগরিকও নির্বাচিত হয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত তালিকায় এই দু’জনই হলেন অফেরতযোগ্য যাত্রার যাত্রী তালিকায় থাকা মুসলমান।

নির্বাচিতদের মঙ্গল গ্রহে পাঠানোর জন্য টানা ৭ বছর বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে এবং ২০২৩ সালে প্রথম দলকে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সুবিধা দিয়ে মঙ্গল গ্রহে পাঠানো হবে।

অভিযান প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘যদি আমাকে মঙ্গল গ্রহে কোরআন নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয় তাহলে আমি ভীষণ খুশি হবো। আমার ইচ্ছা আমি মঙ্গলে গিয়ে নিয়মিত নামাজ আদায় করব, রোজা রাখব, অজু ও তায়াম্মুম করব এবং আজানের সময় আজান দেব। ’

এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি ধর্মীয় সংগঠন মঙ্গল গ্রহে যাওয়াকে ইসলাম বিরোধী বলে ঘোষণা করেছে। খালিজ টাইমসের বরাতে যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইউএইর জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টস (জিএআইএই) সম্প্রতি এ ফতোয়া দেয়।

জিএআইএইর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের একমুখী যাত্রা জীবনের জন্য সত্যিকারের ঝুঁকি সৃষ্টি করে এবং ইসলাম তা কখনোই অনুমোদন করে না। কোনো ব্যক্তি মঙ্গল ভ্রমণ করলে তিনি জীবিত ফিরে নাও আসাতে পারেন। এটা মৃত্যুর চেয়েও কষ্টকর। যারা এই বিপদশঙ্কুল যাত্রায় অংশ নেন, তারা কোনো ধর্মীয় কারণ ছাড়াই মারা যান। এ কারণে তারা আত্মহত্যার শাস্তি পাবেন।

জিএআইএইর ফতোয়া কমিটির চেয়ারম্যান ফারুক হামাদা বলেছেন, সম্ভাব্য সব ধরনের বিপদ থেকে জীবন রক্ষা এবং নিজেকে নিরাপদ রাখার বিষয়টি সব ধর্মে স্বীকৃত। নিজেকে এবং পরস্পরকে হত্যা না করার বিষয়টি পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে।

২০১৩ সালের এপ্রিলে ‘মারস ওয়ান’ নামের নেদারল্যান্ডসের একটি মহাকাশ ভ্রমণ সংস্থা মঙ্গলগ্রহে মানববসতি গড়ার ঘোষণা দিয়েছে।

ব্যায়বহুল, অভিনব, অনিশ্চিত ও উচ্চাভিলাসী অভিযান নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা চলছে বিজ্ঞানী মহলে। অনেকেই বলছেন, মারস ওয়ানের এ পরিকল্পনা বিজ্ঞান-কল্পনা ছাড়া আর কিছুই নয়। বিজ্ঞানীদের অভিমত এ পরিকল্পনা কখনোই আলোর মুখ দেখবে না। তবে প্রচণ্ডরকম আশাবাদী মারস ওয়ানের প্রতিষ্ঠাতা বাস লাউড্রপ স্বপ্নের বেলুন ফুলিয়েই চলেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।