ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কাগতিয়া দরবারে শবে মেরাজ উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৫
কাগতিয়া দরবারে শবে মেরাজ উদযাপন

ঢাকা: চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে মেরাজ উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ মে) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে আলোচনা সভা ও মাহফিলে প্রধান আলোচক ছিলেন- সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের ওলামা পরিষদের সচিব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী, মাওলানা মুহাম্মদ শাহজাহান নোমান, মাওলানা মুহাম্মদ ফোরকান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।