ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইবাদত ও ক্ষমা প্রার্থনায় শবে বরাত পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুন ৩, ২০১৫
ইবাদত ও ক্ষমা প্রার্থনায় শবে বরাত পালিত ছবি: দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাতভর নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত,  জিকির আসগার ও মহান আল্লাহর কাছে সারা বছরের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত।
 
মুসলমানদের জন্য মহিমান্বিত এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সবগুলো মসজিদেই ছিল মুসল্লিদের ভিড়।

এশার নামাজ দিয়ে শুরু করে ফজরের নামাযের পর আখেরি  মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় শবে বরাতের ইবাদত।  
নামায ছাড়াও মুসলমানরা তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতেও ছুটে গেছেন কবরস্থানে।

 আল্লাহর অশেষ কৃপা লাভের আশায় অনেকে গরিব, এতিম, মিসকিনদের টাকা পয়সা দান করেছেন।
 
শবে বরাতের রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগি পালন করে রাত কাটান মুসলমানরা।

মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকেই চলে মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন মুসল্লিরা। অনেকে শব-ই-বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এজেডকে/এসইউ

** বায়তুল মুকাররমে মুসল্লিদের ঢল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।