ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মরিশাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন আমিনা গারিব

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ৬, ২০১৫
মরিশাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন আমিনা গারিব

স্বর্গোদ্যান বলে খ্যাত দ্বীপদেশ মরিশাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রখ্যাত মুসলিম জীববিজ্ঞানী আমিনা গারিব ফাকিম। দেশটির সংসদ বৃহস্পতিবার তাকে এই পদে নির্বাচিত করে।

খবর এএফপি ও সিনহুয়া।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আমিনাকে প্রেসিডেন্ট হিসেবে যে মনোনয়ন দিয়েছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুড জগনাথ, সংসদ তা বলিষ্ঠভাবে অনুমোদন দিয়েছে।

আমিনাকে শুভেচ্ছা জানিয়ে সংসদের স্পিকার হানুমানজি মায়া বলেছেন, ‘মরিশাসের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে, এই পদে (প্রেসিডেন্ট) আসীন হলেন একজন মুসলিম ও নারী। ’

এদিকে প্রধানমন্ত্রী জগনাথ বলেছেন, ‘ঐতিহাসিক এই পরিবর্তনের অংশ হতে পেরে তিনি খুব গর্বিত। তিনি বলেন, আমিনা এই পদটির জন্য যথার্থই যোগ্য।

শুক্রবার মরিশাসের ৬ষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আমিনা গারিব ফাকিম।

ভারত মহাসাগরের দ্বীপদেশ মরিশাস। দেশটিতে ৫৪ শতাংশ হিন্দু আর ৩২ শতাংশ খ্রিস্টান।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে আমিনা ফিজিওথেরাপি গবেষণা সেন্টারের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে ও ইউনিভার্সিটি অব এক্সটার থেকে পড়শোনা করা আমিনা মরিশাস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন। বিশ্বব্যাংকের বিভিন্ন পদেও তিনি কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।