ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ওমানে মুনিরীয়া যুব তবলীগের মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ওমানে মুনিরীয়া যুব তবলীগের মাহফিল

ওমান: ওমানে চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের আম্মাজান ছাহেবার মৃত্যুবার্ষিকী স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বাদ মাগরিব ওমান সোহারস্থ ড্রিম হলরুমে এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ওমান শাখা।



মাহফিলে প্রধান অতিথি ছিলেন মধ্যপ্রাচ্য সফররত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।      

ওমানের বিশিষ্ট ব্যবসায়ী সালেহ বিন সাইফ আল হাবসীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, কমিটির মাসকেট শাখার এশায়াত সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা মুহাম্মদ আমির হোসেন প্রমুখ।

মাহফিলে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও ওমানের স্থানীয় আরব বাসিন্দাসহ ভারত, পাকিস্তান ও বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী হাজারো মুসলিম অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।